ব্রাহ্মণবাড়িয়ার বিজিবির হাতে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ হয়েছে। রবিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অভিযানে এসব মোবাইলের ডিসপ্লে আটক করা হয়।
৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাস্থ বিজিবির সংকুচাইল বিওপির অভিযানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনী মাঠ নামক স্থান হতে এক কোটি পাঁচ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ৫০ পিস ভারতীয় থ্রিপিস জব্দ করা হয়।
এছাড়াও পৃথক এক অভিযানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জ্বালা বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তের আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মতিনগর নামক স্থান হতে ৫২ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় জব্দ করে।