গীর্জায় গীর্জায় প্রার্থণা আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে খ্রীস্টীয় ধর্মাবলম্বীদের প্রধান ও সবচাইতে বড় উৎসব বড়দিন। ২৫ তারিখ রাত ১২ টায় প্রার্থণার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় মুজিবনগর উপজেলার ভবেরপাড়া চার্চে শুরু হয় ২য় বারের মতো প্রার্থণা। প্রার্থণা শেষে তারা ফিরবেন বাড়িতে। এদিন পিঠা-পুলিসহ নানা ধরনের খাবের আয়োজন করেছেন তারা। প্রতিবেশিদের একে অপরের মাঝে খাবার ভাগাভাগী করবেন। প্রার্থণার পাশাপাশি তারা পরিদর্শণ করবেন বিভিন্ন স্থানের গোশালা। যে গোয়াল ঘরে জন্ম নিয়েছিলেন যীশু। থাকবে কের্তন গান। এছাড়াও প্রতি বছরের ন্যায় বড়দিন উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলার।
খ্রীস্টীয় ধর্মাবলম্বীরা বলছেন, সারা দেশের ত্রানকর্তা হিসেবে এদিন যীশুর জন্ম হয়েছিলো। তিনি এসেছিলেন মানুষের মুক্তির দূত হিসেবে। যীশুর সেই বাণি সবার কাছে পৌঁছে দেওয়ায় হবে বড় দিনের মূল প্রার্থণা।
এছাড়া সারা দেশে যে যুদ্ধ বিগ্রহ লেগে আছে সেখান থেকে মুক্তির জন্য যীশুর কাছে প্রার্থণা করবেন তারা। সাথে দেশ ও সকল মানুষের কল্যাণ এবং পরিবারের জন্যও প্রার্থণা করবেন খ্রীস্টীয় ধর্মাবলম্বীরা।