বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কোষাধক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারেকুল ইসলাম খান রুমা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির দীর্ঘদিনের কাঙ্খিত সম্মেলনকে সামনে রেখে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়ন করতে হবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠের ত্যাগীদের দ্বারা এই তালিকা করতে হবে। প্রত্যোকটি উপজেলায় ত্যাগীদের বঞ্চিত করে নিজস্ব প্রকেটের লোক দিয়ে সম্মেলনে চিত্র বার বার মহাসচিব, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকে জানানো হয়েছে।
দলের ৯০ ভাগ ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বাঁদ দিয়ে সম্মেলন স্বচ্ছ হবে না। সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হয়।