ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবির ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি আটক করে। ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সীমান্তে বিজিবির খাঁড়েরা বিওপি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের ৪৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। এর আগে গত ২ দিনে ৬০ বিজিবির অভিযানে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।