ব্রাহ্মণবাড়িয়ায় ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবী জানিয়েছে এলাকাবাসী। জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামে রূপা দরবার শরীফের ওরশ আগামী ৭ ও ৮ই জানুয়ারি।
স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছর যাবৎ এখানে ওরশের নামে চলছে জুয়া ও গাজার আসর সহ ইসলাম বিরোধী কর্মকান্ড। দরবার শরীফের পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোতোয়াল্লী তাবরিজের বাবা জানান, ২০০১ সালে হযরত মমতাজ উদ্দিনের ওফাতের পর, মাজারের দায়িত্ব আমিই তাকে দিয়েছি। দায়িত্ব পাবার পর কিছুদিন সঠিকভাবে মাজার পরিচালনা করলেও এখন সেখানে প্রতিবছর ঔরশের নামে আপত্তিকর গান বাজনা অনৈতিক কর্মকান্ড গাজা ও জুয়ার আসর বসে।
আওয়ামী লীগের রাজনীতির ছত্রচ্ছায়ায় এসব চালিয়ে গেলেও সরকারের পতনের পর তার ছেলে রুপা দরবার শরীফের মোতোয়াল্লী ম.প.স তাবরীজ সরকার গা ডাকা দেয়। তবে এখনো পর্দার আড়ালে থেকেই সে তার লোকজনের মাধ্যমে এসব চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা সীমান্তবর্তী এ এলাকাটিতে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। বর্তমানে মাজারের দায়িত্বে থাকা তাবরীজের স্ত্রী মধুমা অপপ্রচার বলে অনৈতিক কার্যক্রমের বিষয়টি অস্বীকার করেন।
বিজয়নগর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান। কোন রকম অনৈতিক ও অপরাধ মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ওরশের নামে কোন অনৈতিক কার্যক্রম হচ্ছে কিনা সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারী থাকবে।