পঞ্চগড়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের শুভ উদ্ধোধন করা হয়েছে। পঞ্চগড় স্টেডিয়ামে এ উৎসবের উদ্ধোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক বিরোধী সচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের শুভ উদ্ধোধন করেন।
শুক্রবার (৩ জানুয়ারি) পঞ্চগড় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ ২টি অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ের সাধারন শাখার সহকারি কমিশনার মিজানুর রহমান, সেনাবাহিনীর ২৯ বীর এর অধিনায়ক লেঃ কর্নেল ইউসুফ চৌধুরী, পঞ্চগড় ক্যাম্পের অধিনায়ক লেঃ ফরহাদ অর রশিদ, পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রংপুর বিভাগীয় কার্যালয়েে অতিরিক্ত পরিচালক আলী আসলাম, পঞ্চগড়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
প্রীতি ফুটবল ম্যাচে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি ও পঞ্চগড়ের বাবু ফুটবল একাডেমি এবং টুকু ফুটবল একাডেমির নারী দল ও আটোয়ারী উপজেলা নারী ফুটবল দল প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী বলেন, পঞ্চগড়ে এর আগে মাদকের ভয়াবহতা অনেক বেশি ছিল। বর্তমানে পঞ্চগড়ে অনেকটা মাদকের নির্মুল হয়েছে। মাদককে পুরোপুরি ভাবে নির্মুল করতে জেলা প্রশাসন কাজ করছে। সে লক্ষ্য নিয়েই তারুণ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন ইভেন্টে বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারুণ্যের বাংলাদেশ গড়তে আমাদের কে সহযোগিতা করবেন।