মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
পঞ্চগড়ে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন কুয়াশার চাদরে মোড়া মেহেরপুর-বিপাকে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক প্রয়াত ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতে বার বার ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের জনগণের দল- ইঞ্জি: মাহবুব শ্যামল ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে-ইমাম হায়াত পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতা আলমগীরকে হত্যা- গ্রেফতার ৩ বিগত সরকারের একাধিক মামলাতেও রাজনীতির হাল ছাড়েননি মহসিন হৃদয় পঞ্চগড়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের যাত্রা শুরু মুজিবনগরে স্ত্রী ও শাশুড়ির পরিকল্পনায় হত্যা কার হয় স্বামী আলমকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের জনগণের দল- ইঞ্জি: মাহবুব শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের জনগণের দল- ইঞ্জি: মাহবুব শ্যামল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের জনগণের দল- ইঞ্জি: মাহবুব শ্যামল

বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনমত গঠনের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ জানুযারি) বিকাল ৩ টায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিগত ১৬ বছরে আন্দোলন-সংগ্রামে আমাদের কোন নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের দল। জনগণ কি চাই তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুঝতে পারেন। এদেশের জনগণের দল বিএনপি, ধানের শীষ জনগণের দল। আপনারা দেখেছেন বিগত জুলাই-আগষ্ঠের আন্দোলনে আমাদের প্রায় ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছিল।

আগামী দিনের নির্বাচন কিন্তু জনগণের ভোটে নির্বাচন হবে। ভোটার বিহীন নির্বাচন এদেশে আর হবে না। দলের নাম ভাঙ্গিয়ে যারা কোন অপকর্ম করবে তাদের পরিনিতি কিন্তু ভাল হবেনা। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা দলের প্রধান(শেখ হাসিনা) সহ তার ৩০০ এমপি পালিয়ে গেছে। ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আজ যে জনসভা হয়েছে তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।

চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন,বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মমিনূল হক, আলী আজম, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, মনির হোসেন ।

পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মোস্তফা। সদর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ।

জেলা যুবদল নেতা আতিকুল হক জালাল, জসিম চৌধুরি, রাশেদুল হক ,মামুন, জিয়াউল হক, ওসমান, আজহার উদ্দিন চৌধুরী দিদার, সোহাগ মিয়া, যুবনেতা সাঈদ হাসান সানি, রাশেদ সওদাগর, কামরুল, মহিবুর রহমান ডিকন।জেলা ছাএদলের যুগ্ন আহবায়ক সাজিদুর রহমান, রেদওয়ান হক শিশ, শাহাদত হোসেন হৃদয় প্রমুখ। বিজযনগর উপজেলার সদস্য সচিব অ্যাডভোকেট ইমাম হোসেনের সঞ্চালনায়

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল, ছাএদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিজয়নগর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin