ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে কসবা উপজেলার গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিদার শেখ ফজলুল করিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শত দুঃস্ত ও শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
বিজিবি- ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৬০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, সুবেদার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এসময় ৬০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি মানব কল্যাণেও কাজ করছে। তিনি চোরাচালানরোধে বিজিবির পাশাপাশি গ্রামবাসীর সহযোগিতা কামণা করে তাদেরকে চোরাচালানে না জড়িয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির আহবান জানান।