ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার হয়রানী মূলক মামলা থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলয়ানতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ের মোঃ সিরাজ মিয়ার ছেলে শিক্ষানবিশ আইজীবি মোঃ মোস্তাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালন ও তার ছেলে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল ও আওয়ামীলীগ নেতা শাহ আলম এর সাথে ব্যবসায়িক ও জায়গা জমি নিয়ে তাদের বিরোধ ছিলো।
এর জের ধরে ১২ নভেম্ভর ২০২৪ সালে সরাইল থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাকে ম্যানেজ করে একটি মামল করে। এছাড়া ৪ঠা জানুয়ারী ২০২৫ সালে তাদের বিরুদ্ধে উত্তরা থানায় আরেকটি মামলা করা হয়।
তিনি সঠিক তদন্তের মাধ্যমে এসব হয়রানী মূলক মামলা থেকে মুক্তি পেতে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বাবা মোঃ সিরাজ মিয়া, বোন ডাঃ মাহমুদা সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।