ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের সমাবেশে বিএনপি নেতা নাছিরের ব্যাপক শোডাউন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নকে কেন্দ্র করে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও তার সহযোগি অঙ্গসহযোগি সংগঠনের ডাকা সমাবেশে পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ ঢাক-ঢোল ও লাঠি খেলা নিয়ে বৃহস্পতিবার দুপুরে শহরের কালাইশী পাড়া থেকে এই মিছিলটি বের করে।
পরে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে কাচারি পাড় এলাকায় পৌরমুক্ত মঞ্চে এসে যোগ দেয়। মিছিলে নেতাকর্মীরা আগামী ১৮ই জানুয়ারীর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অনুষ্ঠিত হওয়া অবৈধ সম্মেলন মানিনা মানবো না এই শ্লোগান দিয়ে সমাবেশ স্থলে আসে।
এসময় বক্তরা বলেন, সম্মেলনের গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবার পাশাপাশি জেলা বিএনপির বৃহৎ একটি অংশ সম্মেলনে যোগ না দেয়ার ঘোষনা দেন।