ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সালাউদ্দিন আহমেদ এর নেতৃত্বে একটি মিছিল বের হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নকে কেন্দ্র করে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও তার সহযোগি অঙ্গসহযোগি সংগঠনের ডাকা জন সমাবেশে বৃহস্পতিবার দুপুরে শহরের ৮ নং নাটাই উত্তর ইউনিয়ন থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন পয়েন্ট পদক্ষিন করে। পরে মিছিলটি কাচারি পাড় এলাকায় পৌরমুক্ত মঞ্চে এসে সমাবশে যোগ দেয়।
মিছিলে উপস্থিত ছিলেন ৮ নং নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কাশেম, দিদারুল ইসলাম, সৈয়দ মিয়া, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ইকরাম খান, অ্যাসেম মিয়া, খায়েশ খান, রনি, রুবেল মিয়া সহ অসংখ্য নেতা কর্মীরা।