শাহাদাতের ১১ বছর উপলক্ষে শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে শহীদ তারিক ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার উদ্বোধন করেন শহীদ তারিক ট্রাস্টের সভাপতি ও শহীদের মেজো ভাই তারিক মুহাম্মদ তাওহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে তারিক মুহাম্মদ তাওহিদুল ইসলাম বলেন, শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের সংগ্রামী জীবন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এ আয়োজন। আমাদের এখন ভয় দূর হয়ে গেছে, তাই এখন সবার মনে সাহস ছড়িয়ে দিতে হবে। স্বৈরাচারের দোসররা যেকোনো সময় আমাদের উপর আবারও হানা দিতে পারে। তাই তাদের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খাঁন বলেন, মেহেরপুরে শহীদ তারিকসহ পাঁচ জনকে শহীদ করা হয়েছে। হাজারো নেতা কর্মীর নামে মামলা দেয়া হয়েছে। হাজারো নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তারপরও এই আন্দোলনে নেতা কর্মীকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আগামিতে এই আন্দোলনকে বেগবান করার জন্য কোন বাধা আসলে হাজার হাজার নেতাকর্মী তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের মত জীবন দিতে প্রস্তুত রয়েছে।
এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর মেহেরপুর জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, সমাজ কল্যাণ সেক্রেটারি জারজিস হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, বিশিষ্ট চিকিৎসক আব্দুস সালাম, সদর উপজেলা আমীর সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর খাঁন জাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শহীদ তারিক ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।