পঞ্চগড়ের বোদা মহিলা কলেজে নবীন বরন, কলেজের মূল ফটকে গেট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, কলেজের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় নবীন বরনসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুর পূর্বে মূল ফটকে গেট নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি।
পরে বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে উক্ত নবীন বরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, বোদা মহিলা কলেজের সভাপতি ফরহাদ হোসেন আজাদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বোদা মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব দিল রেজা ফেরদৌস চিন্ময়। অনুষ্ঠানে মহিলা কলেজের পরিচালনা কমিটির সদস্য, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ মহিলা কলেজের প্রভাষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীন বরণ শেষে বোদা মহিলা কলেজের ছাত্রীরা মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে।