মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকালে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চগড়ের সহকারী প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র রায়, পঞ্চগড়ের ফিল্ড সুপারভাইজার বিশ্বনাথ সিংহসহ প্রকল্পের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চগড়ের সদর উপজেলার বিভিন্ন শিশু ও গনশিক্ষার কেন্দ্রের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।
ধর্ম বিষয়ক মন্ত্রনালায়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট সারা দেশে মন্দির কেন্দ্রীক শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদান করছে৷ পঞ্চগড়ের পাঁচ উপজেলার ৯০ টি মন্দিরে তাদের পাঠদানের জন্য কেন্দ্র রয়েছে। সেসব কেন্দ্রে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের অধীনে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।