ত্যাগী ও নির্যাতিত এবং বিএনপির মূল ধারার নেতাকর্মীদের বাদ দিয়ে আগামী পহেলা ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জেলা বিএনপির সম্মেলন করতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে একাংশের নেতা নাছির আহমেদ।
রবিবার রাতে শহরের কালাইশ্রী পাড়া থেকে পৌর বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করে। পরে মিছিলটি নিয়ে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় পৌছালে সেখান থেকে কালিবাড়ি মোড়, টিএরোড, কোর্ট রোড, কুমারশীল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ টেংকের পাড় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, নাছির, জাহাঙ্গীর, জাকির,কিশোর,নোয়াব,ইমাম, সুলতান, কালাম, জুনায়েদ প্রমুখ।
মশাল মিছিলে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা ছাড়াও জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলন সকলের প্রস্তুতি নিলেও অপর পক্ষের অনঢ় বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।