বৈষম্য বিরোধী ও চাঞ্চল্যকর জামায়েত নেতা তারিক হত্যা মামলায় আগামীকাল বৃহস্পতিবার আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। মেহেরপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সারমিন আক্তারের কোর্টে তাকে হাজির করা হবে।
বুধবার (২৯ জানুয়ারি) রাতেই ঢাকা থেকে সড়ক পথে প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মেহেরপুর কারাগারে আনা হয় ফরহাদ হোসেন কে। রাত আটটা ১০ মিনিটে ফরহাদ হোসেন কে বহনকারী প্রিজনভ্যানটি মেহেরপুর কারাগারে প্রবেশ করে। এসময় কারা এলাকা সহ মেহেরপুর শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো । অন্য দিকে জেলা কারাগার সহ আশপাশে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার সকাল দশটার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় রাতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন কে ঢাকা থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছে। সকালে আদালতে নেওয়া হবে।