পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দিন যতই ঘনিয়ে আসছে পছন্দের বিভিন্ন পদ পদবিতে আসার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান কমিটির আহবায়ক আইয়ুব আলী। তিনি এবারের কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্ধিতা করবেন। তিনি পূর্নাঙ্গ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব নিতে চান। বিএনপির দেবীগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন এবং দেবীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলদের নিকট অনুরোধ করেছেন তাকে ভোট করে নির্বাচিত করার জন্য।
আইয়ুব আলী এর আগে তৃনমুল পর্যায় থেকে রাজনীতিতে উঠে এসেছেন। দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে পাঁচ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং রাজনীতিতে সক্রিয় ছিলেন। দেবীগঞ্জ উপজেলার দশটি ইউনিয়ন বিএনপির সভাপতিদের থেকে নেতৃত্বের দিক দিয়ে যাচাই বাছাই করে পরে দল তাকে দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব পাওয়ার পর তিনি দশটি ইউনিয়ন ও পৌরসভার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে দলের কর্মকাণ্ড পরিচালনা করছেন।
বোদা দেবীগঞ্জ উপজেলার বিএনপির অভিভাবক ফরহাদ হোসেন আজাদের দিক নির্দেশনা ও পরামর্শ নিয়ে দলকে সুসংগঠিত করেছেন। দলের ভিতরে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। দলের সব কর্মকাণ্ড নেতা কর্মীদের সাথে নিয়ে পালন করছেন। গত বছর সাংগঠনিক দক্ষতা, সমাজসেবায় ও তৃনমূল ভাবে রাজনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আইয়ুব আলী কে এশিয়ান লিডারশীপ এডওয়ার্ড দেয়া হয়।
আইয়ুব আলী বলেন, আমি সব সময় দলের নির্দেশনা মেনে কাজ করতেছি সবাই কে সাথে নিয়ে। দেবীগঞ্জ উপজেলা বিএনপিকে পুর্নগঠন করার জন্য সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চাই। আমি আশা করছি দেবীগঞ্জ উপজেলার সকল কাউন্সিলররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করবে।