পঞ্চগড়ের তেলীপাড়া বৈদ্যুতিক ব্লক-৩ হালকা পাম্প সেচ প্রকল্পের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আওতাধীন ক্লাইমেট এক্সমার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে ঝাড়পাড়া, মাটিয়ারপাড়া, ঘোলান্ডিপাড়া এ তিনটি গ্রামের সমন্বয়ে পানি ব্যবস্থাপনা দল গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঝাড়পাড়া ইবতেদায়ী মাদরাসার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা, সুন্দরদীঘি ও দন্ডপাল ইউনিয়নে এ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সি এস এ ডব্লিউ এম) প্রকল্পের আওতায় পানি ব্যবস্থাপনা দল গঠন করা হয়।
দেবীগঞ্জ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দেবীডুবা, সুন্দরদীঘি ও দন্ডপাল ইউনিয়নে ৯ দশমিক ২৭ কিলোমিটার ক্যানেল রয়েছে। এ ক্যানেলটির আশেপাশে অনেক জমি দখল করে নেন স্থানীয় লোকজন। ক্যানেলের উপর বসতবাড়িও নির্মান করে বসবাস করতেছেন। প্রায় ২৫ বছর ধরে বন্ধ থাকার পর পুনরায় এ ক্যানেলটি চালু করার জন্য উদ্যোগ নেয়া হয়। ইতিমধ্যে দখলকারীদের মৌখিক ভাবে বলাও হয়েছে। যদি তারা সরকারি সস্পদ ছেড়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রংপুরের ক্লাইমেট এক্সমার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের ডেভকন কনসালটেন্ট ডাব্লিউ এমও ইউনিটের কো অর্ডিনেটর মতিউর রহমান, ঠাকুরগাঁও এর অফিসের উপ প্রধান সম্প্রসারন কর্মকর্তা রাফিউল বারি।
ডেভকন কনসালটেন্ট ডাব্লিউ এমও ইউনিটের পরামর্শক মোস্তফা কামাল, সিএফ আলফাজ উদ্দিন, সহকারী সম্প্রসারন কর্মকর্তা আতিকুর রহমান শাওন, প্রকল্পের কমিউনিটি, ফ্যাসিলিটেটর মোত্তালিব হোসেন, দন্ডপাল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মশিউর রহমান উপস্থিত ছিলেন। দন্ডপাল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফরহাদ হোসেন সভাপতিত্ব করেন।
আলোচনা শেষে ৫ জনকে নিয়ে এডহক কমিটি গঠন করা হয়। এ কমিটি পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠন করবে৷ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ফাউন্ডেশন কমিটির ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ প্রধান সম্প্রসারন কর্মকর্তার দপ্তর (কমিউনিটি ডেভেলপমেন্ট) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এরপরে নয়নপাড়া, ঢাকাইয়াপাড়া এলাকায় একই ধরনের আলোচনা সভা ও এডহক কমিটি গঠন করা হয়। দেবীগঞ্জের দেবীডুবা, সুন্দরদীঘি, দন্ডপাল ইউনিয়নের হালকা সেচ প্রকল্পের আওতায় ৯টি কমিটি গঠন করা হবে৷