স্বাধীন জাতিসত্তা বিনির্মাণে কবি নজরুলের সৃষ্টি চর্চার বিকল্প নেই। আর তা শুরু করতে হবে প্রাথমিক শিক্ষা থেকেই। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলায় মো. জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন।
তিনি বলেন, শুধু ব্রিটিশবিরোধী আন্দোলনই নয়, স্বাধীনতা অর্জন ও মানুষের অধিকার রক্ষার সকল সংগ্রামে নজরুলের সৃষ্টি অত্যন্ত প্রাসঙ্গিক। বিশিষ্ট নজরুল গবেষক, সাহিত্যিক ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইসলামি চিন্তাবিদ ও সাহিত্যিক মুহাম্মদ যাইনুল আবিদীন এবং লেখক, সাংবাদিক সমর ইসলাম, একুশে টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোঃ শাহীন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মেধা ও নিয়মিত ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও বার্ষিক প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১৪০ জনকে পুরস্কার দেয়া হয়েছে।