পঞ্চগড় জেলার পাঁচ থানার মধ্যে টানা চতুর্থবার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সবই হয়েছে দেবীগঞ্জ থানা। সোয়েল রানা দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি পরিকল্পনা গ্রহন করেন দেবীগঞ্জ থানাকে জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পরিচয় লাভ করবে। এক্ষেত্রে তিনি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এ তিন মাসে শ্রেষ্ঠ হয়ে হেক্ট্রিক অর্জন করেন। তিন বারের পর এবার জানুয়ারী মাসেও শ্রেষ্ঠ হন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা এবং পুলিশ অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এতে সভাপতিত্ব করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পর্যায়ের সকল ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী পঞ্চগড়ের সকল জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। এসময় তিনি সকল পুলিশ সদস্যদেরকে দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে জানুয়ারী মাসে অত্র জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে জানুয়ারি মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন দেবীগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে দেবীগঞ্জ থানার এএসআই এরশাদুল হক নির্বাচিত হন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, আমি প্রথমেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি দেবীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রম, পরিকল্পনা ও সহযোগিতায় এ কাঙ্খিত ও প্রত্যাশিত সফলতা অর্জনে জেলার মধ্যে টানা চার বার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হওয়া সম্ভব হয়েছে।
তিনি আরো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন প্রকাশ করে বলেন, পঞ্চগড় জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও সকল উর্দ্ধতন কর্তৃপক্ষ সব সময় আমাকে দিকনির্দেশনা না দিলে এ অর্জন সম্ভব হতো না। দেবীগঞ্জ থানা হবে মাদকমুক্ত। সকল ধরনের হয়রানী, চোরাচালান আর ইভটিজিং মুক্ত হবে দেবীগঞ্জ। এ লক্ষ আর উদ্দেশ্য নিয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।