পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় মোঃ রুবেল হোসাইন নামে এক বিএনপি কর্মীর কান কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেল স্টেশন রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পরে তাকে গুরুতর আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে ভর্তি করা হয়। আহত রুবেল হোসাইন শহরের পাওয়ার হাউজ রোড এলাকার মৃত হুমায়ন কবিরের ছেলে। খবর পেয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
আহতের পরিবার ও আহত রুবেল হোসাইন অভিযোগ করে বলেন, গত শুক্রবার রাতে শহরের আনন্দ বাজারে কথাকাটি হয় পৌর শহরের কাজীপাড়া এলাকার কবির মিয়ার ছেলে আমিনের সাথে এরপর রুবেলকে এলোপাথারি মারধর শুরু করে তারা। এসময় রুবেলের কান কেটে ফেলে।
পরে বিষয়টি সমাধানের কথা হয় দুপক্ষের মধ্যে। এরমধ্যে ঔষধ কিনতে যায় রেল স্টেশন এলকায় রুবেল।
সেখানে তাবে পেয়ে প্রতিপক্ষের লোকজন রুবেলকে মারধর করে। সেথানে আমিন ও ইয়াছিনসহ আরো ২০-২৫জন লোক নিয়ে আবাও রুবেলের উপর হামলা চালায়। একপর্যায়ে কানে আঘাত করলে আলাদা হয়ে যায়।
এবিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, এই ঘটনায় আহত রুবেলের বড় ভাই আজিম মোল্লা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার সাথে জড়িত আসামীদের আইনের আওতায় আনার পুলিশের চেষ্টা চলছে।