মেহেরপুরে সন্ত্রাস বিরোধী দমন আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্র যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম কে আদালত ৩ দিনের রিমান্ড মন্জুর করেছে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক মন্ত্রীর স্ত্রী মোনালিসা কে আদালতে নিয়ে আসা হয়।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন, কোর্ট ইন্সপেক্টর মানষ রন্জন ঘোষ। তিনি বলেন একটি মামলায় আদালত তাকে তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাদ্দাম হোসেন সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিজ্ঞ আদালতে মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় অপর একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় শোন অ্যারেষ্ট দেখান মোনালিসা কে। সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম শাহীন, আব্দুল মতিন আব্দুস সালাম, ইয়ারুল ইসলাম। সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয় ।
আদালতে ২টি মামলায় ১ঘন্টা শোনানী শেষে বিচারক একটি মামলায় ৩ দিনের রিমান্ড মন্জুর করেন। এসময় আদালতের কাঠগড়ায় পুরোটা সময় নিরব থাকতে দেখা যায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলাম কে।
এর আগে মেহেরপুর সদর থানা থেকে সকাল ১১টার দিকে আসামি হিসেবে মোনালিসা কে একটি প্রিজনভ্যানে করে আদালতে নেওয়া হয়। সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রীর আদালতে হাজিরা থাকায় আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারী রবিবার বিকালে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। রাতেই ঢাকা থেকে প্রিজনভ্যানে মেহেরপুর থানায় আনা হয়।
প্রসঙ্গত, ৫ আগষ্ট আওয়ামী লীগের সরকার পতনের পর আত্মগোপন করেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলাম। গত ১৪ সেপ্টম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় মোনালিসার স্বামী ফরহাদ হোসেন কে আটক করেছিল র্যাব। তার নামে রাজধানী ঢাকাতে বেশ কয়েটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।