কসবার গ্যাস কসবায় চাই না দিলে রক্ষা নাই এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কসবার মুক্তমঞ্চে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কসবা মুক্তমঞ্চে আয়োজিত মানববন্ধনে কসবা সর্বস্তরের জনগণের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবায় গ্যাস সরবরাহ আন্দোল নের আহ্বায়ক তানভীর শাহীন , জয়নাল আবেদীন,মোবারক হোসেন নাসির,ওবায়দুল্লাহ,কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, মনিরুল হক প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় নিজেদের স্বার্থের জন্য দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল। ১৯৯৬ সালে সালদা গ্যাস কূপ ও পরবর্তীতে তারাপুরে কূপ খনন করা হলেও অজ্ঞাত কারনে তারাপুর থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেয়। অথচ তারাপুর সীমান্ত থেকে আধা কিঃমিঃ দূরে ভারত রীগ বসিয়ে গ্যাস উত্তোলন করছে। কসবায় যে গ্যাস আছে তা উত্তোলন করে কসবাবাসীকে দিতে হবে।
ভারতের গোলামী আর চলবে না।আমাদের গ্যাস ভারতে নয়।বক্তারা অবিলম্বে তারাপুরের কূপ খনন করে তা কসবায় সরবরাহের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়রী দেন।