গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগন। একুশের প্রথম প্রহরে শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।
[caption id="attachment_4947" align="alignnone" width="300"] ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা[/caption]
পরে পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়।
[caption id="attachment_4948" align="alignnone" width="300"] ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা[/caption]
এরপর কেন্দ্রীয় বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।