যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১ এর প্রথম প্রহরে শহরের শহীদ ডঃ সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম।
বিএনিপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহ্বায়ক অ্যাড, কামরুল হাসান, বিএপির অপর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির দলীয় নেতা-কর্মীরা। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।
অপরদিকে মুজিবনগর ও গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের নেতৃত্বে পুষ্পমাল্য অপর্ন করে উপজেলা প্রশাসন। মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়
গাংনী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার প্রীতম সাহা ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইলসহ কর্মকর্তাগণ।