দ্রুতই তারেক রহমান বাংলাদেশে আসবে, তিনি নেতৃত্ব দিবেন এবং তার মাধ্যমে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হবে, এই বাংলাদেশে আবার গণতন্ত্র পূণ:প্রতিষ্ঠা হবে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। দেশ গণতন্ত্রের পথে চলবে এবং সেই গণতান্ত্রিক সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিএনপির জনভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান এসব কথা বলেন। তিন বলেন, বিএনপি এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ বিএনপিতে কেউ ফাটল ধরাতে পারবে না। যে ফাটল ধরানোর চেষ্টা করবে সেই দল থেকে ছিটকে পড়বে।
তিনি ফ্যসিষ্ট সরকারের সমালোচনা করে বলেন- বিএনপিকে নেতৃত্ব শুন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি। হাসিনার নির্দেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্লো- পয়োজনিং করে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল। তাঁর সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি ফ্যসিষ্ট শেখ হাসিনা। এখন সেই হাসিনা সহ তার চৌদ্দগুষ্টি পালিয়েছে। খুব দ্রুত তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরে দলের দায়িত্ব নিবেন এবং ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করবেন।
মেহেপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবি কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য সভাপতি মাসুদ অরুণ, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।