পৌরসভার নাম করে অবৈধ ভাবে চাঁদা উঠানোকে কেন্দ্র করে চাঁদা না দেয়ায় চার্জার ভ্যান চালকের উপর হামলার ঘটনা ঘটেছে। চাঁদা না দেয়ায় ভ্যান চালকের উপর হামলা চালায় শাহাদাত হোসেন বিপ্লব নামের এক ব্যক্তি। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও অপর ব্যক্তির কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া সেতুর পশ্চিম পাড় এলাকায় ঘটনাটি ঘটে।
শাদাহাত হোসেন বিপ্লবসহ আরও কয়েকজন সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ করতোয়া সেতুর পশ্চিম পাড় এলাকায় পৌরসভার নাম করে অটো, চার্জার ভ্যান চালকদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতো। এনিয়ে তখন চালকদের সাথে হাতাহাতির ঘটনায়ও ঘটতো। পরে অ়ভিযোগ পেয়ে নীলফামারী র্যবের সদস্যরা শাহাদাত হোসেন বিপ্লবকে আটক করেছিল। দীর্ঘদিন হাজত থাকার পর জামিনে বের হয়ে এসে পুরনায় চাঁদাবাজি শুরু করে।
এ ঘটনায় দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, নুর ইসলাম নামের এক চার্জার ভ্যান চালক তার ভ্যানে আলু নিয়ে দেবীগঞ্জ উপজেলা সদরের বোম্বে এগ্রো লিমিটেড নামে এক কারখানায় যাচ্ছিল। দেবীগঞ্জ করতোয়া সেতুর পশ্চিম পাড় এলাকায় পৌছলে শাহাদাত হোসেন বিপ্লব নামের এক চাঁদাবাজ নুর ইসলামের নিকট পৌর সভার নাম করে চাঁদা দাবি করে। নুর ইসলামের নিকট চাঁদার টাকা না থাকায় সে বোম্বে এগ্রো থেকে ফেরার পথে টাকা দিতে চান। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাদাত হোসেন বিপ্লব নুর ইসলামের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে তার পকেট থেকে মোবাইল ফোন নিয়ে নেয় শাহাদাত হোসেন। পরে মাছুম নামে এক ব্যক্তি নুর ইসলামকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে শাহাদাত হোসেন বিপ্লবের ভাই লিটন ইসলাম এসে তাকেও মারপিট শুরু করে। তাকে আহত করে তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের সাথে তাদের সহপাঠী আরও ৩/৪ জন এসে মারপিটে অংশ নেয়। পরে আহত অবস্থায় নুর ইসলামকে দেবীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এনিয়ে প্রায় ১ ঘন্টা ধরে গন্ডগোল থাকার কারনে রাস্তার দু পাশে যানবাহন আটকে পড়ে যায়। পরে দেবীগঞ্জ থানা পুলিশ ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে পৌর টোল আদায় করে পকেটোস্থ করছেন এক শ্রেনীর সুবিধাভোগী ব্যক্তিরা। এনিয়ে প্রায় প্রতি দিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা হতে বিজ্ঞপ্তি জারি করা হয়। হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৪৬৪০/২০২২ এর গত ২০২২ সালের ২১ এপ্রিল আদেশের আলোকে টার্মিনাল ব্যাতিরেকে কোন সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়রকে দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারী করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। এ নির্দেশনা দেয়ার পরেও সুবিধাভোগীরা ব্যক্তিরা অবৈধ ভাবে পৌরসভার নাম করে চাঁদাবাজি করছে।
দেবীগঞ্জ পৌরসভার প্রশাসক ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী মাহমুদুল হাসান জানান, পৌরসভার অভ্যন্তরে যানবাহন চলাচল করলে পৌরসভা টোল আদায় করতে পারবে। কারন সরকার পৌরসভার কর্মকর্তা কর্মচারীর বেতন দেয়না। পৌরসভার আয় দিয়েই তাদের বেতন ভাতা দেয়া হয়। কালকের ঘটনায় যারা হামলার শিকার হয়েছে তারা মামলা করলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।