হেফাজতে ইসলামের আলেম-ওলামা ও তৌহিদী জনতার নামে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন আলেম-ওলামারা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মহাসড়কের কাউতলী মোড় এলাকায় নির্যাতিত আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে অবরোধ কমসূচী শুরু করে। এতে মহাসড়কজুড়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় বক্তরা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময় ২০১৬, ২০২০ ও ২০২১ সালে হেফাজতের আলেম ওলামাসহ বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে জুলাই আগস্ট আন্দোলনের পর বিভিন্ন দলের নেতাকর্মীরা মুক্তি পেলেও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নি।
তারা বলেন যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচী চলবে। এ দিকে ৩ঘন্টা ব্যাপী অবরোধের কারনে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
উল্লেখ, ২০২১ সালে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে হেফাজত ইসলাম আন্দোলন চলাকালে ১৭ জন আলেম ওলামাসহ তৌহিদী জনতা গুলিতে নিহত হয়।