মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলা পানাহার ও অশ্লীলতা-বেহায়াপনা পরিহার করুন। বিধান মেনে পালন করুন মাহে রমজান, গুনাহ থেকে মুক্তি পাবেন আখিরাতে সন্মান এ স্লোগান নিয়ে দেবীগঞ্জ ইকরা মডেল মাদরাসা স্বাগত র্যালীর আয়োজন করে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দেবীগঞ্জ ইকরা মডেল মাদরাসা থেকে র্যালীটি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে দেবীগঞ্জ বিজ্বয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও দেবীগঞ্জ ইকরা মডেল মাদরাসার উপদেষ্টা আবুল বাশার বসুনিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দেবীগঞ্জ ইকরা মডেল মাদরাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে এম ভূইয়া, ইকরা মডেল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা সোহাগ মিলন সাব্বির।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ ইকরা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ। এসময় দেবীগঞ্জ ইকরা মডেল মাদরাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।