ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শত পিস ইয়াবা ও একটি চাপাতিসহ জুনায়েদ নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইল কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত যুবক শহরের মুন্সেফ পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
পরে সদর মডেল থানা পুলিশের কাছে তাকে তুলে দেয়া হয়। স্থানীয়রা জানায়, রাতে এলাকায় তার চলা ফেরা দেখে সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসা করা হলে যে কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে ধাওয়া করে আমরা ধরে ফেলি।
পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে তার শরীল তল্লাশি করে একটি দেশীয় চাপাতি ও তার মানিব্যাগের ভিতরে তিনটি প্যাকেটে ৬শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় সদর মডেল থানায় নিয়ে মাদকদ্রব্য আইনে জুনায়েদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।