গ্রাম পুলিশদের আমরা আপন মনে করি, নিজের মনে করি। আপনাদের কাছে যে তথ্য আছে সে তথ্য আমাদের কাছেও নাই।
দেবীগঞ্জে গ্রাম পুলিশদের সাথে ইফতার মাহফিলের অনুষ্ঠানে এসব কথা বলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার দশ ইউনিয়নের গ্রাম পুলিশদের কে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দেবীগঞ্জ থানা চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লা।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী গ্রাম পুলিশদের উদ্দেশ্য আরও বলেন, আপনারা যে নিখুত তথ্য দিতে পারবেন তা কেউ দিতে পারবেনা। এজন্য আপনারা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে স্বতঃস্ফূর্ত ভাবে যত নিখুত ভাবে তথ্য দিতে পারবেন তাতে একটি থানার আইন শৃঙ্খলা তত ভালো হবে। তত ভালো থাকবে। আপনাদের জন্যই দেবীগঞ্জ থানা ভালো আছে। আপনারা যে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করেন তার উদাহরণ অন্যান্য থানায় দিবো।
তিনি আরও বলেন, আমরা যেখানেই যাই সবাই শুধু মাদকের কথা বলে। যারা মাদক সেবন করে আর বিক্রি করে তাদের তালিকা করে ওসিকে দিবেন। যারা বড় বড় মাদক ব্যবসায়ী তাদের তালিকাও দিবেন। বর্তমানে চুরি ডাকাতি অনেকটা বেড়ে গেছে। যারা চুরি করে, চুরির সাথে যারা জড়িত তাদের তালিকা করেও জমা দিবেন৷ আপনারা জানেন যে, তেতুঁলিয়ায় আমরা ডাকাত ধরেছি।
আমরা পঞ্চগড়ের প্রত্যেকটি জায়গায় চেকপোস্ট বসিয়েছিলাম ডাকাত ধরার জন্য। আমরা সফলও হয়েছি। আপনারা সব সময় সজাগ থাকবেন।
ইফতার মাহফিলে দেবীগঞ্জ থানার অফিসাররাসহ দশ ইউনিয়নের গ্রাম পুলিশরা অংশ নেন।
দেবীগঞ্জ উপজেলার মধ্যে এবারই প্রথম দেবীগঞ্জ থানায় গ্রাম পুলিশদের নিয়ে ইফতার মাহফিলের ব্যাতিক্রম ধর্মী আয়োজন করা হলো। এতে গ্রাম পুলিশদের মাঝে কাজের গততা বাড়বে বলে জানান দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা।
কাজের গতিশীলতা বাড়ানোর জন্যই এমন আয়োজন করা হয়েছে। তাদেরকে একটু সহানুভূতি আর সম্মান দিলেই যারা তাদের সবটুকু চেষ্টা দিয়েই নিজের কাজ টা করে মন দিয়ে করে যাবে বলে জানান দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা।