প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহযোগিতায় টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস,পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি বায়েজিদ রহমান সিয়ামসহ আরো অনেকে।
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী জেলার ২৮ জন টেলিভিশন সাংবাদিক ও ৭ জন চিত্র সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।