চাঞ্চল্যকর ও ক্লুলেস নারী ধর্ষণসহ হত্যাকান্ডের আসামী গ্রেফতার করাকে কেন্দ্র করে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসামী গ্রেফতারের ঘটনায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসামী গ্রেফতারের বিষয়ে বক্তব্য দেন।
১৪ জানুয়ারী আটোয়ারী থানার রুহিয়া-কিসমত সেকশন রেললাইনে অজ্ঞাতনামা মহিলার খন্ড-বিখন্ড দেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছিল। ৮ মার্চ উক্ত ঘটনার মূল আসামী পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আকতার হোসেনের ছেলে রিফাত বিন মাসুদ (২৩) কে গ্রেফতার করা হয়।
জানা যায়, রিফাত বিন মাসুদ অজ্ঞাতনাম ওই মহিলাকে ১৩ জানুয়ারী রাতের বেলা আটোয়ারী থানার কিসমত রেলগেটের পশ্চিম পার্শ্বে শাপলা কিন্ডার গার্ডেন স্কুলের একটি কক্ষে এবং পরবর্তীতে কিসমত রেলগেটের উত্তর-পূর্ব দিকে হবিবর রহমানের চাটাই বেড়ার টিনের ঘরের পিছনে আলমের সুপারি বাগানের মধ্যে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরবর্তীতে ছুরি দ্বারা শরীর বিভৎস ভাবে ক্ষত-বিক্ষত করে রুহিয়া-কিসমত সেকশন রেল লাইনের উপর ফেলে রাখে।
পরে আসামী আদালতের ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় সম্পূর্ণ ঘটনা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এঘটনায় আটোয়ারী থানায় ৮ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ধারা ৯(২) মামলা করা হয়। উল্লেখ্য আসামীর বিরুদ্ধে আটোয়ারী থানার ৯ মার্চের (মামলা নং- ৭) মামলায় ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলা দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
উক্ত ব্রিফিং এসময় পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সরকারসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।