জাতীয় পরিচয় পত্র সেবা পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ কমিশনে স্থানান্তর পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুরের জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহষ্পতিবার (১৩ র্মাচ) সকাল ১১ টার দিকে জেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার সৈয়দ আল এল এমরান, মাসুদ রানা, উচ্চমান সহকারী, হিসাব সহকারী আল আমিনসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে কখনই অন্যদের হস্তক্ষেপ করা উচিৎ নয়। আর জাতীয় পরিচয় পত্র সেবা স্বাধীনভাবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। কখনই তার ব্যাত্বয় ঘটেনি। তাই কোনভাবে এ সেবা নির্বাচন কমিশন থেকে আলাদা করা সঠিক হবেনা বলে মনে করেন তারা।