ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধায় জেলা পরিষদের মিলনায়তনে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করে ভিপি তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের আহবায়ক সমীর চক্রবর্তী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল রুমেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহান, জেলা যুবদল আশরাফুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক জেলা যুবদল মনির হোসেন রকি প্রমূখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা রফিকুল ইসলাম।