পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার শিক্ষককে আটক করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম রেজওয়ান পারভেজ (২২)।
সে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মোশাররফনগর এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলূম মাদরাসার (লিল্লাহ বোডিং ও এতিমখানা) আবাসিক শিক্ষক। সে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সর্দারপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে ১৬ মার্চ রাতে মাদরাসার আবাসিক ভবনে।
এঘটনায় ওই ছাত্রের বাবা মানিক হোসেন বাদী হয়ে ১৭ মার্চ দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগের ভিত্তিতে ওই মাদরাসার শিক্ষক রেজওয়ান পারভেজকে দেবীগঞ্জ থানা পুলিশ আটক করে থানার নিয়ে আসে।
মামলার এজাহারে জানা যায়, ১৬ মার্চ গভীর রাতে ওই শিক্ষার্থী ঘুমিয়ে পড়লে তার মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। বলাৎকার করার পর ওই শিক্ষার্থীকে কোরআন শরীফের উপর হাত দিয়ে শপথ করান এ ঘটনা কাউকে না বলার জন্য। সে ভয়ে এ ঘটনা কাউকে প্রকাশ করেনি। পরে ওই শিক্ষার্থীর প্রতিবেশীকে দেখতে পেয়ে তাকে সব ঘটনা খুলে বলে। পরে তার বাবা মানিক হোসেনকে জানানোর পরে সে মাদরাসার অধ্যক্ষ নূরনবীকে জানান। তিনি পরে আইনগত ব্যবস্থা নিতে বলেন। পরে মানিক হোসেন থানার মামলা করলে ওই মামলায় অভিযুক্ত শিক্ষক রেজওয়ান পারভেজকে আটক করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, মাদরাসা ছাত্রাে বলাৎকারের অভিযোগে রেজওয়ান পারভেজকে আটক করা হয়েছে।