এই দেশে আওয়ামী লীগের বিচার আমরাই করবো। যদি তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে আসতে পারে সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আওয়ামী লীগের নির্বাচনি অংশ গ্রহনের বিষয় সিদ্ধান্ত নিবে অন্তবর্তীকালীন সরকার বলে মন্তব্য করেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
শুক্রবার (২১ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় রাধানগর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুছার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকা তুহিন প্রমুখ।
এসময় স্থানীয় ও জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ ইফতার মাহফিলে যোগ দেয়।