গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতর পরে দেশের বিভিন্ন স্থানে বিলবোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু নাম ভেসে উঠতে দেখা যায়।
এবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা হঠাৎ ভেসে ওঠে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটকের ডিসপ্লে বোর্ডে।
শুক্রবার (২১ মার্চ) রাত ১১ টার দিকে শহরের
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটকের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এ লেখা ভেসে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটকের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। ঘটনাস্থলে পৌছে
ক্ষোভ জানায় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, কে বা কারা কিভাবে ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খাঁন বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।