আওয়মী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহŸায়ক আশরাফ উদ্দিন মাহদি, যুগ্ম মূখ্য সংগঠক মো: আতাউল্লাহ, সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা নাগরিক প্রতিনিধি সাহিল আহমেদ,আক্কাস মীর লিংকন চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে কোন আওয়ামীলীগের রাজনীতি ও খুনি হাসিনার রাজনীতি পূর্নবাসন হবে না। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরিশেষে আওয়ামীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান বক্তারা।