গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে ও ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২২ মার্চ) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক ইমতিয়াজ আহমেদ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সংগঠক আসিফ রাব্বি, যুগ্ম আহবায়ক তামিম ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য হাসনাত, সাব্বির আহমেদ, আমির হামজা, মুইজ খন্দকারসহ বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষকে খুন গুম করেছে। ০৫ই আগস্টের পর ছাত্র জনতার প্রতিরোধে ভারত পালিয়ে যায়। ভারতে বসে দেশকে নানাভাবে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। যা নাগরিক কমিটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।