পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দল হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল বারেক শাহ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক তোবারক হোসেন হ্যাপী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ ও ডাঃ নজরুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মুশফিকুর রহমান রাজু, সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুস শহিদ, সাংগঠনিক সম্পাদক ইছাহক তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, দন্ডপাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম আজমসহ সুন্দরদীঘি ইউনিয়নের নয় ওয়ার্ডের বিএনপির, যুবদলের, ছাত্রদলের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।