ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ২০২৫ সালে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের বরণ উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট এ সদর উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুর রহমান।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেনর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমেদ, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাজমুল হক সিকদার, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মশিউর রহমান প্রমুখ।
এতে আরো বক্তব্য রাখেন, মোস্তফা দেলোয়ার, এম.এ মোমেন, আমিনুল ইসলাম আজাদ, উম্মে সাদিয়া আফরিন ও আহসান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চনালয় ছিলেন খালেদ হাসান আজাদ। এসময় সদর উপজেলা যোগদানকৃত নতুন ২২ জন শিক্ষক-শিক্ষিকাকে ক্রেস ও ফুল দিয়ে বরন করা হয়।