মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার একটি বাসা থেকে কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) ভোর রাতে ঐ এলাকার মামুনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন আফজালের জুতার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন জানান, মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার একটি বাড়িতে আফজাল হোসেন অবস্থান করছেন। এমন একটি সংবাদ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অভিযান)। সেই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঐ বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে গ্রেফতার করে। তাকে নেওয়া হয় থানা হেফাজতে। জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় বাড়ির মালিক ও তার ফ্যাক্টরির কর্মচারী মামুনকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, রবিবার রাতে মালিক আফজাল হোসেন তার বাড়িতে আসে। জেলার যে কোন একটি সীমান্তের কাটাতার পেরিয়ে তার ভারত যাওয়ার কথা ছিলো।
ওসি আরো জানান, কিশেরাগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ঐ দলটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। তখন জানা যাবে কোন মামালায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতেই পুলিশের ঐ দলটির হাতে আফজালকে হস্তান্তর করা হবে।