ব্রাহ্মণবাড়িয়া নুরুল খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ রোগীদের মাঝে আর্থিক সহয়তা বিতরণ । বুধবার (২৬ মার্চ) বিকালে সরাইল নোয়াগাঁও ইউনিয়নের আইরল খান মার্কেটেস্থ , নুরুল খানঁ ফাউন্ডেশন এর মানবিক উদ্যোগ অসহায় দুস্থ অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সয়তা প্রদান করা হয়।
মোঃ হোসেন খানে সভাপতিত্বে ও মোঃ নুরুল খাঁন এর সার্বিক তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন ৮নং নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ, পীরজাদা শেখ মোঃ ছাবের শাহ। বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান ইকবাল খানঁ (হাসনাত), কবি আশেক জুনায়েদ, মেঃ কামাল হোসেন, মাওলানা মোঃ হামিদুর রহমান , মোঃ আবদার মিয়া প্রমূখ।
পরে নুরুল খানঁ ফাউন্ডেশন কে এলাকার সকল বৃত্তবানরা মানবিক কাজে অংশগ্রহণ করে গরীব অসহায় অসুস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জানান।