সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধায় শহরের নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে ৭.৮.৯.১০.১১.১২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল।
পৌর বিএনপির সভাপতি মোঃ নজির উদ্দিনের সভাপত্বিতে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিএনপি নেতা অ্যাড: শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খাঁন রুমা, এবিএম মোমিনুল হক, জসিম উদ্দিন রিপন, মাইনুল ইসলাম চপল, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, ২নং বুধন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল রহমান শফিক প্রমুখ।
এছাড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাধারণ মানুষ উপস্থি ছিলেন। এসময় প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমি অন্তবর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের দায়িত্ব হলো আপনারা কি ভাবে আগামীতে একটি স্বাধীন নিরপক্ষ নির্বাচন করবেন সেটি আপনাদের দায়িত্ব। অবিলম্বে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন, জনগনের ক্ষমতা জনগনের প্রতিনিধির মাধ্যেমে হস্থা-হন্থর করার মতো সুযোগ করে দেন।