মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মেহেরপুর পৌর জামায়াত। বুধবার (২৬ মার্চ) বিকাল সাড়ে পাচটার সময় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। পৌর জামায়াতের সভাপতি সোহেল রানা ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান ।
মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতিতে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাহবুবুর রহমান সহ জেলা জমায়াতের নেতৃবৃন্দ। এসময় স্বাধীনতা যুদ্ধে জামায়াতের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করে প্রশ্নবিদ্ধ করা হয় বলে দাবি করেন বক্তারা।
এছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে বলেও দাবি করেন তারা। প্রধান অতিথির বক্তব্যে তাজউদ্দীন খান বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে গভীর ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন।
এ সময় তিনি আরো বলেন, সুশৃংখল সমাজ গড়তে ইসলামের বিকল্প নেই, আর বাংলাদেশ জামাতে ইসলামী সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ভারতীয় ষড়যন্ত্রকে রুখে দিতে সাধারণ মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াতের কর্মী সমর্থকের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।