পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ থেকে টানা ৮ দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। আখাউড়া আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশন এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের এক যৌথ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার থেকে ৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত ৮ দিন আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৫ এপ্রিল শনিবার থেকে ফের বন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ঈদের দিন সহ প্রতিদিনই যাত্রী পারাপার চালু থাকবে।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যে বরফায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রী সহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি হয়।