সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ বস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ক্লাবের সদস্যরা মিরপুর নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ১৫০টি শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেন এবং তাদের হাতে ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী তুলে দেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ
আয়োজন সম্পর্কে ক্লাবের সভাপতি মৌরিন ইসলাম বলেন, রমজান আমাদের একে অপরের পাঁশে দাঁড়াতে শেখায়। আমরা বিশ^াস করি ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে আমরা নিজেরাও আনন্দিত। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি শিশুর হৃদয়ে পৌছায়, সেই লক্ষ্যে ক্লাবের সদস্যরা আন্তরিকভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।
ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও মানবতার সেবার জন্য এক বিশেষ সুযোগ। শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।
উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব সবসময়ই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে ক্লাবটি ভবিষ্যতেও মানবিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যেন সমাজের প্রতিটি মানুষ উৎসবের আনন্দভাগ করে নিতে পারে।