মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তত করা হয়েছে মেহেরপুর জেলার ঈদগাহ ময়দান। শহর থেকে শুরু করে গ্রামের ঈদগাহগুলো সাজানো হয়েছে নানাভাবে।
জেলা শহরের শহরের ৮টি ইদগাহের মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর ঈদগাহে সকাল ৮টায়। একই স্থানে সকাল ৮: ৪৫ মিনিটে মহিলা জামাত অনুষ্ঠিত হবে। পুরাতন ইদগাহ ময়দানে ৮:১৫ মিনিটে কোর্ট মসজিদ প্রাঙ্গণে ৮: ৩০মিনিটে জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৭:৩০মিনিটে সামসুজ্জোহা পার্ক ময়দানে আহলে হাদিস জামাত ৬:৪৫ মিনিটে এবং উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে।
এছাড়াও গাংনী উপজেলা শহরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। জঙ্গি, নাশকতা ও মাদক প্রতিরোধ এবং ইদুল ফিতরের নামাজের জামাত নিবিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে সকল ঈদগাহ ময়দান পুলিশি নজরদারিতে থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।