মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সুষ্ঠু তদন্ত দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বুধবার (২ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঈদের দিন বিকালে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটে।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজ লেন ছেড়ে আরেক লেনে গিয়ে কিভাবে মোটরসাইকেলের সাথে ধাক্কা দিলেন প্রাইভেট চালক। এজন্য তারা প্রাইভেট কারের বেপরোয়া গতিকে দুষছেন। নিরাপদ সড়কের জন্য তার একটা সুষ্ঠ তদন্ত করার দাবি জানান। যাতে সড়কে আর মৃত্যুর মিছিল দীর্ঘ না হয়। এভাবে চালকরা এক লেন থেকে আরেক লাইনে গেলে সাধারণ মানুষের সড়কে চলাচলে দায়ী হবে। তদন্তে চালক দোষী হলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে নিহতের পরিবারের পাশাপাশি এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।